32.3 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

বিসিএস প্রিপারেশন কিভাবে নিবো? অনার্স থেকে বিসিএস প্রস্তুতি ওয়েবসাইট এখন  সহজ টেকনিকে

বিসিএস প্রস্তুতিবিসিএস প্রিপারেশন কিভাবে নিবো? অনার্স থেকে বিসিএস প্রস্তুতি ওয়েবসাইট এখন  সহজ টেকনিকে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ নিয়ে বিসিএস প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়। আর তারমধ্যেই কিছু প্রশ্ন এখানে উল্লেখ করা হলো। আর এ প্রশ্নের উত্তর কিভাবে সহজ এ মনে রাখবেন তার টেকনিকও বলে দিবো। ৫০ টা প্রশ্নের উত্তর আপনি ইচ্ছা করলেই এখন মুখস্থ করে ফেলতে পারবেন। কিন্তু কয়েকদিন পর সেইগুলো আবার ভুলে যান। তাহলে সেই পড়ার কোনো মানে হয়না। তাই অল্প করে পড়ুন, টেকনিক দিয়ে পড়ুন। যা সহজ এ ভুলবেন না।

রবীন্দ্রনাথ প্রসঙ্গ 

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম – ৭ মে ১৮৬১ (২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) এবং মৃত্যু – ৭ আগস্ট ১৯৪১ ( ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)। 

রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ”বৌ ঠাকুরাণীর হাট” এর  পটভূমি 

উপন্যাসটি ১৮৮৩ সালে লেখা। রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস। যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচিত ঐতিহাসিক উপন্যাস।

 

রবীন্দ্রনাথের প্রথম লেখা উপন্যাস ছিলো করুণা। তবে রবীন্দ্রনাথ সেই প্রথম লেখা উপন্যাসটি শেষ করেননি। আর সেই উপন্যাস অসমাপ্ত থাকায় তেমন প্রচলিত নয়। তাই, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস হিসেবে প্রচলিত হলো- ”বৌ ঠাকুরাণীর হাট”। 

আমি বিভিন্ন তথ্য মনে রাখি যেভাবে

১৯৫২ সালের ৫২ এর ভাষা আন্দোলনের মতো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ৫২টি ই কাব্যগ্রন্থ আছে ভাবা যায়।

 

‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম: বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ’ নামে জাতীয় জাদুঘরের ৩৮ নম্বর গ্যালারিতেই আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের দেখানো হয়। 

আরো পড়ুন:  দীর্ঘ সময় অপেক্ষার পর ৩য় গ্রেডের পদমর্যাদায় পেলেন ৯৫ অধ্যক্ষ 

আবার রবীন্দ্রনাথ ঠাকুরও দেখি ৩৮ টি  নাটক লিখেছে, আরে বাহ খাপে খাপ, মিলে গেলো দেখি।

 

কনভারশেসনের মাধ্যমে মনে রাখা 

ভাই জানেন,

১৯১৫ সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে ”রাত” উপাধিতে ভূষিত করে 

আমিঃ রিয়েকশন চোখ উলটানোই ছিলো একরকম।

ভাই ঐটা রাত নয় ‘নাইট’ উপাধি ।

ছোট ভাইঃ ঐতো ভাই, ”রাত আর নাইট” তো একই

 মুখটা বন্ধ করেই ছিলাম। কিছু বলার ভাষা ছিলো না। 

 

ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত যথাক্রমে  জনগণমন – অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া।

এইটা আমিও জানি আপনিও জানেন, আপনার বউও জানে,  মানে বিসিএস ক্যাডার হওয়ার পর তো বিয়ে করবেনই।

যাই হোক, গুরুদেব মানে রবীন্দ্রনাথ ঠাকুর আবার নাকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেও অবদান রেখেছেন, ”শ্রীলঙ্কা মাতা” তার অনুপ্রাণিত হয়ে লেখা।

সাধারণ জ্ঞান মনে রাখার সহজ টেকনিক 

এই উত্তরগুলো এখন আপনি সহজেই মনে রাখতে পারবেন। কিন্তু পরীক্ষার হলে বা ভাইবা তে জিজ্ঞাসা করলে তখন মনে নাও পড়তে পারে। তাই সারাজীবন যাতে মনে তাই কিছু টেকনিক দিয়ে মনে রাখাই সবচেয়ে উত্তম।

কি ঠিক বুইলছি না, মামুর বেঠা??

প্রশ্ন : মুজিববর্ষের থিম সং এর গীতিকার কে?

আরো পড়ুন:  চাকরির জন্য পদ্মা সেতু সম্পর্কে যে তথ্যগুলো জানা দরকার

পরীক্ষার হলে আপনি গুলায় যেতে পারেন, তা হলো, ড. নাকি ডা.  আর তারা আপনাকে ড. কামাল আবদুল নাসের ও দিবে আবার ডা. কামাল আবদুল নাসেরও দিবে।

উত্তর : ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রশ্ন : সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কি?

জনপ্রশাসন ই যেহেতু বদলি থেকে শুরু করে সবকিছুই করে থাকে। তাই সংস্থাপন আর জনপ্রশাসন এক সূত্রে গেঁথে মাথায় রেখে দিন।

উত্তর : জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশ্ন : পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে?

পানিপথে প্রথম যুদ্ধ বললেই মাথায় রাখবেন ৫ এর পরে ৬ আর ১ এর পরে ২,  তাই হয়ে গেলো ১৫২৬।

উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায়?

পাটের জিনো আবিষ্কার করে, মাকসুদুল আলম,  তার বাড়িও ফরিদপুরে। তাই স্বাভাবিক ভাবেই ফরিদপুরেই বেশি পাট উৎপন্ন হওয়ার কথা।

উত্তর : ফরিদপুরে।

প্রশ্ন : ‘ওয়ানগালা উৎসব উদযাপন করে কারা?

ওয়ান এর পরে যে গা আছে, ঐটা দিয়েই মনে রেখে দেন, গারোরা।

উত্তর : গারোরা।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান বিভক্ত মূলত কয়ভাগে?

এইটা তো সেই ছোটবেলা থেকে পড়ে আসছেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বা যুদ্ধক্ষেত্রে ভাগ করা হয়। তাই সংবিধানও ১১ ভাগে ভাগ করা।

উত্তর : ১১ ভাগে।

প্রশ্ন : বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কি?

আরো পড়ুন:  অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট। বিসিএস প্রিপারেশন কিভাবে নিবো?

বাংলাদেশের প্রধান সমস্যাই তো জনসংখ্যা।

উত্তর : দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কত সালে?

বঙ্গবন্ধুর মৃত্যুর ২ বছর পর।

উত্তর : ১৯৭৭ সালে।

সহজ ভাষায় মিল রেখে উত্তর মনে রাখার টেকনিক

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে কয়টি?

মোট বীরশ্রেষ্ঠ যেহেতু ৭ জন, ঐ হিসেবেই বাংলাদেশের সংবিধানেও মোট তফসিল ৭ জনের নামে ৭টি।

উত্তর : ৭টি।

প্রশ্ন : বাংলাদেশের যে অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়

আরে ভাই, সিলেটে যাইয়া তাদের ভাষা শুইনা পুরাই আউলাইয়া গেছি ৩৬০°।

আরে বাচ্, তাহলে সিলেট ই। 

উত্তর : সিলেট।

মনে রাখুন সহজ ভাবে

প্রশ্ন : বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম

প্রশ্নের মধ্যেই উত্তর, বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম, বাংলাদেশ সংবাদ সংস্থা। যাকে সংক্ষেপে বাসস বলে।

উত্তর : বাসস।

N:B: আগে এর নাম ছিলো, এসোসিয়েটেড প্রেস অব পাকিস্থান (এপিপি) – ঢাকা ব্যুরো অফিস

প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে কবে?

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।  তাই তারা ৩০তম দিন ধরে তার ১ দিন আগে অধিবেশনে বসে। মানে ২৯ তম দিনে।

উত্তর : ২৯তম অধিবেশনে।

প্রশ্ন : মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে কি বারে?

শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ। আর রবিবার সব গুছায়। তাই সোমবার হয় বৈঠক।

উত্তর : সোমবার।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles