31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান? ৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে শুধুমাত্র বাংলার উপর স্পেশাল প্রস্তুতি প্রশ্ন ও উত্তর

বিসিএস প্রস্তুতি৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান? ৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে শুধুমাত্র বাংলার উপর স্পেশাল প্রস্তুতি প্রশ্ন ও উত্তর

আপনাকে স্বাগত বিসিএস পরীক্ষার এ তুমুল প্রতিযোগিতামূলক প্লাটফর্মে। নিজেকে যাচাই করুন কুইজের মাধ্যমে। আপনাকে যাচাই করার আমাদের রয়েছে নানামুখী আয়োজন। আমাদের আজকে আয়োজন ৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে শুধুমাত্র বাংলা প্রশ্ন ও সমাধান

মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? 

1.একটি কালো মেয়ে কথা √

2.তেইশ নম্বর তৈলচিত্র

3.আয়নামতির পালা 

4.ইছামতী 

 

‘কালো বরফ” উপন্যাসটির বিষয়- 

1.তেভাগা আন্দোলন

2.ভাষা আন্দোলন 

3.মুক্তিযুদ্ধ 

4.দেশভাগ √

 

”ঢাকা প্রকাশ” সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? 

1.কৃষ্ণচন্দ্র মজুমদা  √

2.রামানন্দ চট্টোপাধ্যায় 

3.শামসুর রাহমান 

4.সিকান্দার আবু জাফর 

 

‘জীবনস্মৃতি” কার রচন? 

1.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

2.রবীন্দ্রনাথ ঠাকুর √

3.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

4.রোকেয়া সাখাওয়াত হোসেন 

 

দীনবন্ধু মিত্রের ”নীলদর্পণ” নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? 

আরো পড়ুন:  বিসিএস লাইভস্টক ক্যাডারে এ্যানিমেল হাজবেন্ড্রী গ্রাজুয়েট পদে কম্বাইন্ড গ্রাজুয়েট নিয়োগ বন্ধে মানববন্ধন

1.প্যারীচাঁদ মিত্র

2.মাইকেল মধুসূদন দত্ত √

3.প্রমথ চৌধুরী 

4.দ্বিজেন্দ্রলাল রায় 

 

”সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যে ভালো হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে? 

1.চন্ডীচরণ মুনশী

2.কাজী নজরুল ইসলাম 

3.রবীন্দ্রনাথ ঠাকুর 

4.মোদনমোহন তর্কালঙ্কার √

 

জসীম উদ্দীনের রচনা কোনটি? 

1.যাদের দেখেছি √

2.পথের-প্রবাসে 

3.কাল নিরবধি 

4.ভবিষৎতের বাঙালী 

 

”কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না” উক্তিটি কোন উপন্যাসের? 

1.রবীন্দ্রনাথের ‘চোখের বালি’

2.শরৎচন্দ্রের ‘পথের দাবী 

3.শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’

4.বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’  √

 

ইয়ংবেঙ্গল গোষ্টীভুক্ত ছিলেন কে? 

1.অক্ষয় কুমার দত্ত  √

2.এন্টনি ফিরঙ্গি 

3.মাইকেল মধুসূদন দত্ত 

4.কালীপ্রসন্নসিংহ ঠাকুর 

 

আরো পড়ুন:  বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলোর নাম ও নম্বর বন্টন 

‘বিদ্রোহী’ কবিতা কোন সনে প্রথম প্রকাশিত হয়? 

1.১৯২৩ সন

2.১৯২১ সন  √

3.১৯১৯ সন 

4.১৯১৮ সন 

 

‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে? 

1.রাহাত খান

2.হাসান আজিজুল হক  √

3.সেলিনা হোসেন 

4.ইমদাদুল হক মিলন 

 

‘একুশে ফেব্রুয়ারী’র বিখ্যাত গানটির সুরকার কে? 

1.সুবীর সাহা

2.সুধীন দাস

3.আলতাফ মাহমুদ  √

4.আলতাফ মামুন 

 

‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? 

1.ফারসী

2.পর্তুগীজ  √

3.ওলন্দাজ 

4.পাঞ্জাবী

 

কোন শব্দযুগক বিপরীতার্থক নয়? 

1.ঐচ্ছিক-অনাব্যশিক √

2.কুটিল-সরল 

3.কম-বেশী 

4.কদাচার-সদাচার 

 

শরতের শিশির- বাগধারা শব্দটির অর্থ কী? 

1.সুসময়ের বন্ধু √

2.সুসময়ের সঞ্চয় 

3.শরতের শোভা 

4.শরতের শিউলি ফুল

 

শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?

1.শিবরাত্রির আলো

আরো পড়ুন:  বিসিএস পরীক্ষায় যে ২৬ টি ক্যাডার রয়েছে তার তালিকা

2.একমাত্র সঞ্চয় 

3.একমাত্র সন্তান √

4.শিবরাত্রির গুরুত্ব 

 

‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কী?

1.ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী

2.যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে √

3.ভূমিতে প্রোথিত তরুমূল 

4.যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে 

 

চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? 

1.খ্রীষ্টধর্ম

2.প্যাগনিজম 

3.জৈনধর্ম 

4.বৌদ্ধধর্ম √

 

উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

1.কাহ্লপাদ

2.লুইপাদ 

3.শান্তিপাদ

4.বমনীপাদ √

 

উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? 

1.ময়মনসিংহ গীতিকা √

2.ইউসুফ জুলেখা 

3.পদ্মাবতী

4.লাইলী মজনু

 

জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত – 

1.ফকির গরীবুল্লাহ

2.নরহরী চক্রবর্তী 

3.বিপ্রদাস পিপিলাই 

4.বৃন্দাবন দাস √

 

বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? 

1.সন্ধ্যাভাষা

2.অধিভাষা 

3.ব্রজবুলি √

4.সংস্কৃত ভাষা 

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles