33 C
Bangladesh
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

BCS Preliminary: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নিয়মগুলো কি কি? 

বিসিএস প্রস্তুতিBCS Preliminary: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নিয়মগুলো কি কি? 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নিয়মগুলো জানতে গেলে প্রথমেই মাথায় ঘুরপাক খায় কত নাম্বারে পরীক্ষা হয়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের হয়ে থাকে। শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই-এর জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪ এর বিধানমতে ৩৫তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের উপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষায় যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয়ে থাকে তা হলো –

  • বাংলা ভাষা ও সাহিত্য (৩৫)
  • ইংরেজি ভাষা ও সাহিত্য (৩৫)
  • বাংলাদেশ বিষয়াবলি (৩০)
  • আন্তর্জাতিক বিষয়াবলি (২০)
  • ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (১০)
  • সাধারণ বিজ্ঞান (১৫)
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (১৫)
  • গাণিতিক যুক্তি (১৫)
  • মানসিক দক্ষতা (১৫)
  • নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন (১০)
আরো পড়ুন:  বিসিএস পরীক্ষায় যে ২৬ টি ক্যাডার রয়েছে তার তালিকা

 

 তারপরেই মাথায় আসে, কি কি পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে। এজন্য বলে রাখা ভালো-  বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া পরীক্ষার্থীদের জন্য আরও কিছু নির্দেশনা দিয়েছে পিএসসি। 

 

পিএসসির নির্দেশনায় যে যে নিষিদ্ধ এর কথা বলা হয়েছে সেগুলো হলো- প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। 

 

পরীক্ষাকেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। 

আরো পড়ুন:  আজ আমার মন ভালো নেই

 

পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে। 

 

পরীক্ষাকেন্দ্রে কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থী অযোগ্য ঘোষিত হবেন। 

 

উল্লেখ্য, আজ শুক্রবার হয়ে গেলো ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। আর পরীক্ষার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে সকাল ৮টা ৩০ থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে।  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা চলবে। 

আরো পড়ুন:  পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সাধারণ জ্ঞান

 

৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

 

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। 

 

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles