27.7 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

অস্ট্রেলিয়ায় আরকিউও জিওকেমিস্ট্রি দিচ্ছে ফুল ফ্রি ইন্টারন্যাশনাল পিএইচডি স্কলারশিপ

শিক্ষাঅস্ট্রেলিয়ায় আরকিউও জিওকেমিস্ট্রি দিচ্ছে ফুল ফ্রি ইন্টারন্যাশনাল পিএইচডি স্কলারশিপ

সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এজিলেন্ট টেকনোলজির সাথে সমন্বয় করে ২০২২-২৩ সেশনের জন্য ফুল ফ্রি ইন্টারন্যাশনাল পিএইচডি স্কলারশিপ দিচ্ছে জিওকেমিস্ট্রি ফিল্ডের উপর। সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার একটি পাবলিক ইউনিভার্সিটি। 

যোগ্যতা 

  • অস্ট্রেলিয়ার বাহিরেও সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনার্স এ অবশ্যই সেকেন্ড ক্লাস বা এর উপরে হতে হবে অথবা এমএসসি ডিগ্রি থাকতে একটি জিওকেমিস্ট্রি, পৃথিবী বিজ্ঞান, ইনভারমেন্টাল সায়েন্স অথবা এ বিষয়ের সাথে সংযুক্ত যে কোনো বিষয়ের উপর রিসার্চ থাকতে হবে। 
  • আবেদনকারীকে অবশ্যই LA-CIPMS অথবা Multicollector ICPMS এ দক্ষতা থাকতে হবে। 
  • এছাড়াও আবেদনকারীকে Mathlab, R অথবা এর সাথে সংশ্লিষ্ট বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে। 
আরো পড়ুন:  প্রাথমিক বিদ্যালয় বন্ধ ২৮ জুন থেকে

আবেদনের নিয়মকানুন 

  • গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস আছে তা নিচের দেওয়া ইমেইলে মেইল করতে হবে। renaud.joannes-boyau@scu.edu.au 
আরো পড়ুন:  এ বছরও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

যে যে ডকুমেন্টস গুলো পাঠাতে হবে 

  • সর্বোচ্চ দুই পেইজের সিভি লিখে পাঠাতে হবে 
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ সার্টিফিকেট 
  • যতগুলো রিসার্চ আছে আপনার সবগুলো পাঠাতে হবে। (পাবলিকেশন অথবা থিসিস) 
  • ইংরেজি দক্ষতার যাচাইয়ের জন্য নিম্মলিখিত যেকোনো একটি কমপক্ষে এই পয়েন্ট লাগবে। 
আরো পড়ুন:  ঈদের পর এসএসসি পরীক্ষা

TOEFL IBT – 79

IELTS – 6.0

CAE – 58

PTE – 58

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

Check out our other content

Check out other tags:

Most Popular Articles