সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এজিলেন্ট টেকনোলজির সাথে সমন্বয় করে ২০২২-২৩ সেশনের জন্য ফুল ফ্রি ইন্টারন্যাশনাল পিএইচডি স্কলারশিপ দিচ্ছে জিওকেমিস্ট্রি ফিল্ডের উপর। সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার একটি পাবলিক ইউনিভার্সিটি।
যোগ্যতা
- অস্ট্রেলিয়ার বাহিরেও সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনার্স এ অবশ্যই সেকেন্ড ক্লাস বা এর উপরে হতে হবে অথবা এমএসসি ডিগ্রি থাকতে একটি জিওকেমিস্ট্রি, পৃথিবী বিজ্ঞান, ইনভারমেন্টাল সায়েন্স অথবা এ বিষয়ের সাথে সংযুক্ত যে কোনো বিষয়ের উপর রিসার্চ থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই LA-CIPMS অথবা Multicollector ICPMS এ দক্ষতা থাকতে হবে।
- এছাড়াও আবেদনকারীকে Mathlab, R অথবা এর সাথে সংশ্লিষ্ট বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে।
আবেদনের নিয়মকানুন
- অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে। এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
- গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস আছে তা নিচের দেওয়া ইমেইলে মেইল করতে হবে। renaud.joannes-boyau@scu.edu.au
যে যে ডকুমেন্টস গুলো পাঠাতে হবে
- সর্বোচ্চ দুই পেইজের সিভি লিখে পাঠাতে হবে
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ সার্টিফিকেট
- যতগুলো রিসার্চ আছে আপনার সবগুলো পাঠাতে হবে। (পাবলিকেশন অথবা থিসিস)
- ইংরেজি দক্ষতার যাচাইয়ের জন্য নিম্মলিখিত যেকোনো একটি কমপক্ষে এই পয়েন্ট লাগবে।
TOEFL IBT – 79
IELTS – 6.0
CAE – 58
PTE – 58
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন