যাদের স্বপ্ন অস্ট্রেলিয়াতে পড়ার তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। বন্ড ইউনিভার্সিটি হলো একটি প্রাইভেট ইউনিভার্সিটি, যা অস্ট্রেলিয়ার রোবিনা, গোল্ড কস্টে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিয়ে টপ ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি টাইমস হায়ার এডুকেশন অনুযায়ী। টিউশন ফি ৫০% ছাড় দিয়েছে বন্ড ইউনিভার্সিটি। কতজনকে তারা স্কলারশিপ দিবে তা উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয়টি।
- Advertisement -
যোগ্যতা
যেকোনো দেশের নাগরিক এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
- Advertisement -
যারা যারা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে তারাই শুধু স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
- Advertisement -
আবেদন
স্কলারশিপ পাওয়ার আগে তাকে অবশ্যই বন্ড ইউনিভার্সিটি অনলাইন এপ্লিকেশন ফর্ম এ আবেদন করে ইউনিভার্সিটিতে পড়ার কর্নফার্মেশন পেতে হবে। তারপর সে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে একটি ফর্মের মাধ্যমে। যা পূরণ করে international@bond.edu.au তে ইমেইল করে পাঠাতে হবে।
- Advertisement -
ইউনিভার্সিটি আপনার কাছ থেকে আলাদা কোনো ডকুমেন্টস চাবে না এডমিশন পরীক্ষার আগে।
- Advertisement -
ইংরেজি দক্ষতা আছে কিনা তার জন্য TOEFL পরীক্ষায় ভালো স্কোর থাকতে হবে। এছাড়াও IELTS, ACT অথবা SAT থাকতে হবে।
- Advertisement -
আবেদনের সময়সীমা
- ”মে ২০২২ সেমিস্টারের” জন্য আবেদনের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি ২০২২।
- ”সেপ্টেম্বর ২০২২ সেমিস্টার” এর জন্য আবেদনের শেষ তারিখ ১২ জুন ২০২২।
- ”জানুয়ারি ২০২৩ সেমিস্টার” এর জন্য আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২২।
স্কলারশিপের সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে লেখাটি ক্লিক করুন