37 C
Bangladesh
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটিতে আন্ডারগ্র‍্যাজুয়েট স্কলারশিপ 

শিক্ষাঅস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটিতে আন্ডারগ্র‍্যাজুয়েট স্কলারশিপ 

যাদের স্বপ্ন অস্ট্রেলিয়াতে পড়ার তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। বন্ড ইউনিভার্সিটি হলো একটি প্রাইভেট ইউনিভার্সিটি, যা অস্ট্রেলিয়ার রোবিনা, গোল্ড কস্টে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিয়ে টপ ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি টাইমস হায়ার এডুকেশন অনুযায়ী। টিউশন ফি ৫০% ছাড় দিয়েছে বন্ড ইউনিভার্সিটি। কতজনকে তারা স্কলারশিপ দিবে তা উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয়টি।

আরো পড়ুন:  প্রাথমিক বিদ্যালয় বন্ধ ২৮ জুন থেকে

যোগ্যতা

যেকোনো দেশের নাগরিক এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।

যারা যারা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে  তারাই শুধু স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। 

আবেদন

স্কলারশিপ পাওয়ার আগে তাকে অবশ্যই বন্ড ইউনিভার্সিটি অনলাইন এপ্লিকেশন ফর্ম  এ আবেদন করে ইউনিভার্সিটিতে পড়ার কর্নফার্মেশন পেতে হবে। তারপর সে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে একটি ফর্মের মাধ্যমে। যা পূরণ করে international@bond.edu.au তে ইমেইল করে পাঠাতে হবে। 

আরো পড়ুন:  SSC Exam:  বন্যার কারনে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়

ইউনিভার্সিটি আপনার কাছ থেকে আলাদা কোনো ডকুমেন্টস চাবে না এডমিশন পরীক্ষার আগে।

ইংরেজি দক্ষতা আছে কিনা তার জন্য TOEFL পরীক্ষায় ভালো স্কোর থাকতে হবে। এছাড়াও IELTS, ACT অথবা SAT থাকতে হবে।

আরো পড়ুন:  স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড' পেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আবেদনের সময়সীমা

  • ”মে ২০২২ সেমিস্টারের” জন্য আবেদনের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি ২০২২।
  • ”সেপ্টেম্বর ২০২২ সেমিস্টার” এর জন্য আবেদনের শেষ তারিখ ১২ জুন ২০২২।
  • ”জানুয়ারি ২০২৩ সেমিস্টার” এর জন্য আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২২।

স্কলারশিপের সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে লেখাটি ক্লিক করুন 

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles