30 C
Bangladesh
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ পেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষাস্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড' পেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অবদান রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত করা হয়েছে।

 

আগামী সোমবার (২৭ জুন) বিকেল ৫ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের ৫০তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি ও চিফ অফ স্কাউটস মো. আবদুল হামিদ এ পদক দেবেন।

আরো পড়ুন:  অস্ট্রেলিয়ায় আরকিউও জিওকেমিস্ট্রি দিচ্ছে ফুল ফ্রি ইন্টারন্যাশনাল পিএইচডি স্কলারশিপ

 

স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক গত রোববার (১৯ জুন) প্রতিমন্ত্রীকে চিঠির মাধ্যমে পদক দেয়ার বিষয়টি অবহিত করেন। 

 

আরো পড়ুন:  এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১৯ জুন

পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জানান, স্কাউট আন্দোলন শিশুদের নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়নতা, দেশপ্রেম, সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টিতে বিশাল ও বিরাট ভূমিকা পালন করে। তাই শিশুদের মাঝে এসব গুণাবলী অর্জন করতে স্কাউট আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

আরো পড়ুন:  বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রম বাস্তবায়নে আগ্রহী অস্ট্রেলিয়া

 

তিনি পদক দেয়ায় বাংলাদেশ স্কাউটসের প্রতি আন্তিরক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্কাউটসের সর্বোচ্চ পদক অর্জন করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles