31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ পেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষাস্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড' পেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অবদান রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত করা হয়েছে।

 

আগামী সোমবার (২৭ জুন) বিকেল ৫ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের ৫০তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি ও চিফ অফ স্কাউটস মো. আবদুল হামিদ এ পদক দেবেন।

আরো পড়ুন:  বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রম বাস্তবায়নে আগ্রহী অস্ট্রেলিয়া

 

স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক গত রোববার (১৯ জুন) প্রতিমন্ত্রীকে চিঠির মাধ্যমে পদক দেয়ার বিষয়টি অবহিত করেন। 

 

আরো পড়ুন:  SSC Exam:  বন্যার কারনে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়

পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জানান, স্কাউট আন্দোলন শিশুদের নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়নতা, দেশপ্রেম, সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টিতে বিশাল ও বিরাট ভূমিকা পালন করে। তাই শিশুদের মাঝে এসব গুণাবলী অর্জন করতে স্কাউট আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

আরো পড়ুন:  এ বছরও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

 

তিনি পদক দেয়ায় বাংলাদেশ স্কাউটসের প্রতি আন্তিরক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্কাউটসের সর্বোচ্চ পদক অর্জন করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles