31 C
Bangladesh
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

কি কারনে মাঝরাতেই সালমনের বাড়িতে হাজির অরিজিৎ সিং?

বিনোদনকি কারনে মাঝরাতেই সালমনের বাড়িতে হাজির অরিজিৎ সিং?

বুধবার রাতে বলিউডের ভাইজান সালমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির হলেন অরিজিৎ সিং৷ তবে কি দীর্ঘ ৯ বছরের মান-অভিমান মিটল৷

বুধবার রাতে বলিউডের ভাইজান সালমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির হলেন অরিজিৎ সিং৷ তবে কি দীর্ঘ ৯ বছরের মান-অভিমান মিটল৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে৷

সালমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকছেন অরিজিৎ সিং সেই ভিডিও নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ খবর ছড়িয়ে পড়তেই সলমন ও অরিজিৎ ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়ছে৷ বরফ গলে কি জল হল তা নিয়ে চলছে জোরদার চর্চা৷
ফ্যান ক্লাবের পক্ষ থেকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে৷ যার ক্যাপশনও বেশ নজরকাড়া৷ সেখানে লেখা রয়েছে, অরিজিৎ সিং সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমন্টে, কী ঘটতে চলেছে৷ শেষপর্যন্ত কী ভাইজানের সঙ্গে দেখা যাবে বাংলার ছেলে অরিজিৎ সিং-কে৷
অরিজিৎ ও সালমনের সমস্যার কথা কারোরই অজানা নয়৷ ২০১৪ সালে অরিজিৎ যখন নিজের কেরিয়ার গড়তে লড়াই করছেন তখনই ঝামেলার সূত্রপাত৷ সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে দেরি করেন অরিজিৎ৷
ক্যাজুয়াল পোশাকে ঘুম চোখে পুরস্কার নিতে ওঠার পরেই সলমন অরিজিৎকে প্রশ্ন করেছিলেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে?’ যার উত্তরে মজা করেই গায়ক বলেছিলেন, ‘কী আর করব, আপনারই ঘুম পাড়িয়ে দিলেন৷’

যা শুনে সালমনের মনে হয়েছিল তাঁর সঞ্চালনা নিয়ে বাঁকা মন্তব্য করেছেন অরিজিৎ সিং৷ সালমনও পাল্টা বলেন, ‘এরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে৷’

আরো পড়ুন:  আফরান নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়: অপূর্ব

সেই ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর৷ কখনওই সালমনের ছবিতে গান গাইতে দেখা যায়নি অরিজিৎ সিংকে৷ এত বছর পর অভিনেতার বাড়িতে অরিজিৎকে দেখেই জল্পনা তুঙ্গে৷

আরো পড়ুন:  অমিতাভ বচ্চনকে ১০ লাখ রুপি জরিমানা

তবে কি আপকামিং ছবি ‘টাইগার ৩’- ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং৷ সেই কারণেই কি এত বছর পর রাতের বেলা ভাইজানের বাড়ি এলেন অরিজিৎ সিং৷ কারণ জানা না গেলেও সালমন-অরিজিৎকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷

আরো পড়ুন:  রণবীর কাপুরকে তলব করেছে ইডি, মহাদেব বেটিং দুর্নীতিতে শুক্রবার জেরা করা হবে বলে জানা গেছে

Check out our other content

Check out other tags:

Most Popular Articles