28.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

রণবীর কাপুরকে তলব করেছে ইডি, মহাদেব বেটিং দুর্নীতিতে শুক্রবার জেরা করা হবে বলে জানা গেছে

বিনোদনরণবীর কাপুরকে তলব করেছে ইডি, মহাদেব বেটিং দুর্নীতিতে শুক্রবার জেরা করা হবে বলে জানা গেছে

মহাদেব বেটিং দুর্নীতি মামলাতেই এই তলব বলে জানা গিয়েছে। কেবল রণবীর নন, জানা গিয়েছে, আরও একাধিক তারকাও নাকি ইডির আতসকাচের তলায় রয়েছেন এই একই দুর্নীতি মামলায়।

ইডির তলব রণবীর কাপুরকে। বলিউডের প্রথম সারির একাধিক তারকা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন ঋষি-পুত্রের নাম।

আরো পড়ুন:  কি কারনে মাঝরাতেই সালমনের বাড়িতে হাজির অরিজিৎ সিং?

আগামী ৬ অক্টোবর, শুক্রবার ইডির অফিসে তলব করা হয়েছে রণবীরকে। মহাদেব বেটিং দুর্নীতি মামলাতেই এই তলব বলে জানা গিয়েছে। কেবল রণবীর নন, জানা গিয়েছে, আরও একাধিক তারকাও নাকি ইডির আতসকাচের তলায় রয়েছেন এই একই দুর্নীতি মামলায়।

আরো পড়ুন:  আফরান নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়: অপূর্ব

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের কর্ণধারের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী এবং হাওয়ালা অপারেশনের যোগসূত্র রয়েছে তো বটেই, এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সংযোগ রয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles