27 C
Bangladesh
সোমবার, মে ২৭, ২০২৪

নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

বিনোদননিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

জীবন সঙ্গী সম্পর্কে আমরা সবাই কম বেশী অবগত আছি। আমাদের সমাজের নিয়ম অনুযায়ী কাউকে বিয়ে করার মাধ্যমে আমরা আমাদের জীবন সঙ্গী করে থাকি । আসলে এটাই বাস্তব এবং সঠিক নিয়ম। সেই পথে হেঁটেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরমিণী।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আরো পড়ুন:  দিলারা হানিফ রীতা থেকে নায়িকা পূর্ণিমা

অভিনেতা শরিফুল রাজের সাথে দেখা হওয়ার মাত্র সাত দিন পরই বিয়ে করেন এই নায়িকা। পরিমণী ও রাজ একসাথে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করার সুবাধে তাদের দেখা হয়। সেই থেকে এক সপ্তাহের প্রেমকে বিয়েতে রূপ দেন তারা।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আরো পড়ুন:  JugJugg Jeeyo প্রারম্ভিক অনুমান: বরুণ ধাওয়ান এবং অনিল কাপুর অভিনীত প্রথম দিনে 20-25% দখল নিয়ে শুরু হবে৷ হিন্দি সিনেমার খবর

এর আগে বেশ কিছু বিয়ের অভিযোগ উঠে এই আলোচিত -সমালোচিত নায়িকার বিরুদ্ধে তবে এবার তিনি একজন বিশ্বস্ত সঙ্গী পেয়েছেন বলে দাবি করেছেন।

আজ বুধবার (১১ মে) এক ফেসবুক পোস্টে এমনই ইঙ্গিত দিলেন পরীমনী। তিনি তার ফেসবুক পোস্টে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন আমি ভাগ্যবান যে আমার জীবন কাটানোর জন্য নিখুঁত সঙ্গী পেয়েছি।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আরো পড়ুন:  ঐশ্বর্যর গায়ে হাত তুললে বাঁচত না, সালমানের মন্তব্য শুনে হতবাক সবাই, ভাইরাল নেট দুনিয়ায়

ছবিতে দেখা যায় পরিমণি ও তার স্বামী শরিফুল রাজ একে অপরের দিকে নিছক চাহনি চেয়ে আছে। নিরিবিলি পরিবেশে কক্সবাজার সমুদ্র সৈকতে একান্ত সময় অতিবাহিত করছেন তারা দুজন।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

Check out our other content

Check out other tags:

Most Popular Articles