28.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

বিনোদননিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

জীবন সঙ্গী সম্পর্কে আমরা সবাই কম বেশী অবগত আছি। আমাদের সমাজের নিয়ম অনুযায়ী কাউকে বিয়ে করার মাধ্যমে আমরা আমাদের জীবন সঙ্গী করে থাকি । আসলে এটাই বাস্তব এবং সঠিক নিয়ম। সেই পথে হেঁটেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরমিণী।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আরো পড়ুন:  অর্জুন কাপুর প্রেমিকা মালাইকা অরোরার সাথে প্যারিস অবকাশের ছবি শেয়ার করেছেন। হিন্দি সিনেমার খবর

অভিনেতা শরিফুল রাজের সাথে দেখা হওয়ার মাত্র সাত দিন পরই বিয়ে করেন এই নায়িকা। পরিমণী ও রাজ একসাথে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করার সুবাধে তাদের দেখা হয়। সেই থেকে এক সপ্তাহের প্রেমকে বিয়েতে রূপ দেন তারা।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আরো পড়ুন:  প্রাজকতা কলি নতুন ভিডিওতে 'জুগ্জুগ জিও' সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের উচ্চারণ ব্যবহার করেছেন; হৃতিক রোশন, অনিল কাপুর সম্পূর্ণ একমত - দেখুন | হিন্দি সিনেমার খবর

এর আগে বেশ কিছু বিয়ের অভিযোগ উঠে এই আলোচিত -সমালোচিত নায়িকার বিরুদ্ধে তবে এবার তিনি একজন বিশ্বস্ত সঙ্গী পেয়েছেন বলে দাবি করেছেন।

আজ বুধবার (১১ মে) এক ফেসবুক পোস্টে এমনই ইঙ্গিত দিলেন পরীমনী। তিনি তার ফেসবুক পোস্টে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন আমি ভাগ্যবান যে আমার জীবন কাটানোর জন্য নিখুঁত সঙ্গী পেয়েছি।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আরো পড়ুন:  'দিল হ্যায় কে মানতা না' মুহূর্ত! দীপক তিজোরির সঙ্গে সেলফি দিলেন পূজা ভাট, আবেগপ্রবণ ভক্তরা। হিন্দি সিনেমার খবর - বলিউড

ছবিতে দেখা যায় পরিমণি ও তার স্বামী শরিফুল রাজ একে অপরের দিকে নিছক চাহনি চেয়ে আছে। নিরিবিলি পরিবেশে কক্সবাজার সমুদ্র সৈকতে একান্ত সময় অতিবাহিত করছেন তারা দুজন।নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

Check out our other content

Check out other tags:

Most Popular Articles