26 C
Bangladesh
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

প্রেমিক-প্রেমিকা সমবয়সী হলে যে সুবিধা পাওয়া যায়

বিনোদনপ্রেমিক-প্রেমিকা সমবয়সী হলে যে সুবিধা পাওয়া যায়

 

ভালোবাসা পবিত্র। তাইতো সেই আদি যুগ থেকে মানুষ প্রেমে পড়ে। এই প্রেম ভালোবাসার জন্য মানুষ তার রাজ্য ছেড়েছে।

প্রেমিক-প্রেমিকা যদি হয় সমবয়সী তাহলে যে সুবিধা পাওয়া যায়…

১.কেউ কারও উপর কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ফলাতে চাইবে না।

আরো পড়ুন:  'জুগ জুগ জিও' তারকা বরুণ ধাওয়ান প্রকাশ করেছেন কীভাবে নাতাশা দালালকে বিয়ে করার পর তার জীবন বদলে গেছে। হিন্দি সিনেমার খবর

২.একে অপরের স্বাধীনতাতে কম হস্তক্ষেপ করবে।
৩.একে অপরকে কাজে সহযোগিতা করবে।
মানসিক তৃপ্তি এবং পূর্ণতা বাড়বে।
৪.একে অপরের ভালো বন্ধু হতে পারবে।
দুজনেই বাহিরে কাজ করতে পারবে।
৫.একে অপরকে কম সন্দেহ করবে। নিজের জীবনসঙ্গী ছাড়াও অন্যদের সাথে জীবনকে উপভোগ করা যাবে।
৬.ব্যাপক বিনোদনের অংশীদার হওয়ার অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা।
৭.ব্যাপক ঘোরাঘুরি এবং মাত্রাতিরিক্ত রোমান্সের হাতছানি।

আরো পড়ুন:  বরুণ ধাওয়ান বলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং অর্জুন কাপুর বিয়ের জন্য প্রস্তুত - বিস্তারিত পড়ুন হিন্দি সিনেমার খবর

অসুবিধা:
১.কেউ কাউকে খুব একটা পাত্তা দিতে চাইবে না।
২.একে অপরকে ইগো দেখাতে পারে।
৩.সমাজের বাঁকা চোখের শিকার হতে পারে।
৪.একে অপরকে শুদ্ধভাবে সন্তুষ্টি না দিতে পারলে এক অদৃশ্য চাওয়া-পাওয়া ও হিসাব- নিকাশ তৈরি হতে পারে।
৫.একের প্রতি অন্যের চাহিদার ব্যাপক মাত্রায় হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে।
৬.বুদ্ধিবৃত্তিক উৎপাদনশীলতা মাঝে মাঝে ওঠানামা করতে পারে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles