33.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

মে মাসেই মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ২

বিনোদনমে মাসেই মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ২

 

কার্তিক আরিয়ান,টাবু,কিয়ারা আদভানি অভিনীত ভুল ভুলাইয়া ২ মুক্তি পেতে চলেছে আসন্ন মে মাসের ২০ তারিখে যা একটি হরর কমেডি হিন্দি মুভি।

আরো পড়ুন:  নিখুঁত সঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন পরিমণী

আনিস বাজমী পরিচালিত এবং লিখেছেন ফরহাদ সামজী,বান্টি নাগি সম্পাদিত,গল্প আকাশ কৌশিক এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রীতম,তানিষ্ক বাগচী।

২০০৭ সালে অক্ষয় কুমার অভিনীত আরও একটি স্বতন্ত্র মুভি প্রকাশিত হয়েছিল ভুল ভুলাইয়া মুভি।

আরো পড়ুন:  স্টাইলিশ পোশাকে ৯ বার বাণী স্তব্ধ

ভুল ভুলাইয়া’ নামটি একটি গোলকধাঁধা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়।

আরো পড়ুন:  'দিল হ্যায় কে মানতা না' মুহূর্ত! দীপক তিজোরির সঙ্গে সেলফি দিলেন পূজা ভাট, আবেগপ্রবণ ভক্তরা। হিন্দি সিনেমার খবর - বলিউড

ইতোমধ্যে শ্যুটিং এর কাজ অনেকটা এগিয়ে।এখন সবকিছু ঠিকঠাক থাকলে ২০ মে শুভমুক্তি পাবে এই হরর মুভি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles