fbpx

এই ক্যাম্পাস পত্রিকা

Homeস্বাস্থ্যদুধ কেনো খাবেন, দুধের উপকারিতা কি? আসুন জেনে নিই

দুধ কেনো খাবেন, দুধের উপকারিতা কি? আসুন জেনে নিই

Published on

আদর্শ খাদ্যের কথা বিবেচনা করতে গেলে যে খাদ্যের কথা সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেটা হলো দুধ। দুধ এমন একটি খাবার যাতে কার্বোহাইড্রেট,প্রোটিন,,ফ্যাট,মিনারেলস্, ভিটামিন এবং  পানি সুষম মাত্রায় উপস্থিত।  দুধ কেনো খাবেন, দুধের উপকারিতা কি? আসুন জেনে নিই

যদিও ভিটামিন সি,থায়ামিন বা বি ১ এবং ই স্বল্পমাত্রায় বিদ্যমান তারপরেও দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করে থাকি।

দুধের রয়েছে কিছু চমৎকার স্বাস্থ্য উপকারিতা। যথা:

১. দুধ উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। দুধের মধ্যে বিদ্যমান ছানার জল এবং কেজিন প্রোটিনের উচ্চ রক্তচাপ কমানোর ভূমিকা থাকার কারণে দুধ সার্বিকভাবে উচ্চ রক্তচাপজনিত সমস্যা প্রতিরোধে সক্ষম।

২. শিশু থেকে বৃদ্ধ বয়সে সকলের জন্য দাঁত ও হাড়ের সার্বিক গঠনের জন্য দুধের বিকল্প নেই। কেননা দুধ ক্যালসিয়ামের ভালো উৎস এটি আমাদের হাড়ের জটিলতা যেমন- অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া, আর্থ্রাইটিস এর মত সমস্যার ঝুঁকি কমাতে সহায়ক।

৩.দুধ হচ্ছে প্রোটিনের ভালো উৎস। এটি আমাদের দৈহিক বৃদ্ধি অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

৪. দুধ প্রদাহ জনিত সমস্যা সমাধানেও কার্যকরী। কিছু গবেষণায় জানা গেছে, খাবারের পরে দুধ পানে প্রদাহের উপশম ঘটে এবং এটি স্বাভাবিক হজমে সহায়ক ভূমিকা রাখে।

৫. দুধের মধ্যে ভালো মাত্রায় পটাশিয়াম বিদ্যমান এবং স্বল্প মাত্রায় সোডিয়াম বিদ্যমান। গবেষণা মতে, উচ্চ পটাশিয়াম এবং নিম্নমাত্রায় সোডিয়াম হৃদপিন্ডের স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদরোগের সম্ভাবনা কমায়।

৬. দুধ আমাদের ওজন বৃদ্ধিতে বাধা দেয়। অর্থাৎ দুধের মধ্যে বিদ্যমান লিনোলেইক এসিড ওজন কমাতে সহায়ক এবং ফ্যাট ভাঙ্গনে সহায়তা করে।

৭. পাশাপাশি দুধের মধ্যে ভিটামিন ই, জিংক, সেলেনিয়াম এবং অন্যান্য মিনারেলস এর উপস্থিতির কারণে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

তাই প্রতিদিন আপনার খাদ্যতালিকায় দুধ বা দুধের তৈরি অন্য যেকোনো খাবার অন্তর্ভুক্ত করতে ভুলবেন না।

লেখক: ইসরাত জাহান প্রিয়ানা

 

Latest articles

বশেমুরবিপ্রবিতে আরশিনগর ছাত্র কল্যাণ সমিতির, ইফতার মাহফিল সম্পন্ন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ আলমগীর হোসেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত  কুষ্টিয়া...

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিতে বি.এন.সি.সি. সুন্দরবন রেজিমেন্টের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে...

উদ্বোধন হলো “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩”

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হলো চারদিন ব্যাপি "অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩"। আজ ১৮ই...

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে সম্পন্ন হলো “এসপিএসএস & আর ফর ডাটা এনালাইসিস” ওয়ার্কসপ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপি “এসপিএসএস & আর ফর...

More like this

বশেমুরবিপ্রবিতে আরশিনগর ছাত্র কল্যাণ সমিতির, ইফতার মাহফিল সম্পন্ন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ আলমগীর হোসেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত  কুষ্টিয়া...

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিতে বি.এন.সি.সি. সুন্দরবন রেজিমেন্টের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে...

উদ্বোধন হলো “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩”

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হলো চারদিন ব্যাপি "অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩"। আজ ১৮ই...