26.7 C
Bangladesh
বুধবার, অক্টোবর ৯, ২০২৪

আট ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির খবরআট ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালভিত্তিক ‘সিনিয়র অফিসারের (জেনারেল)’ ১ হাজার ৬৯টি পদে সমন্বিতভাবে নিয়োগের জন্য গত ২৪ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৫৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ অক্টোবর শুরু হবে।

আরো পড়ুন:  ঢাকা ডেসকোতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৮১ জন 

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে পাওয়া যাবে।

আরো পড়ুন:  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি

আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৬৯টি সিনিয়র অফিসার (জেনারেল) পদের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ১৪৩টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৯৭টি, রূপালী ব্যাংক লিমিটেডে ৬৮টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২টি, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬২টি, কর্মসংস্থান ব্যাংকে ৭টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭টি পদ রয়েছে

Check out our other content

Check out other tags:

Most Popular Articles