31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

ঈদুল আযহা আসলেই যে কথাগুলো মনে পড়ে যায়

মতামত ও ফিচারঈদুল আযহা আসলেই যে কথাগুলো মনে পড়ে যায়

ঈদুল আযহা আসলেই আমার মায়ের একটা কথা খুব মনে পড়ে , মায়ের কাছে গল্প শুনেছিলাম তাদের ছোট সময়ে নাকি তাদের অনেক গরু ছিলো।

নানা নাকি একেকটা গরু তার একেক জন সন্তানের নামে কিনতেন…. কুরবানীর সময় বিক্রির জন্য হাটে যখন নিয়ে যাওয়া হতো, সেগুলো খুব সাজিয়ে গুজিয়ে, আদর করে নিয়ে যাওয়া হতো,অমনি আম্মু মামারা নাকি কান্না করতো। এতো যত্ন করে লালন-পালন করা, মায়া মমতার বন্ধন তো আছেই।

আরো পড়ুন:  ইসলামপুরের কাঁসা শিল্প বিলুপ্তির পথে

নানার গোয়াল ভরা গরু যখন আস্তে আস্তে শূন্য হয়ে যেত… কোরবানির ঈদের আগের রাত নাকি নানা ঘুমাতে পারতেন না!! আবার যে গরু তারা কুরবানী করতে রাখতেন আমার আম্মু মামারা নাকি কোরবানি না হওয়া পর্যন্ত সেই গরুর গলা ধরে বসে থাকতেন!!

আরো পড়ুন:  রাবিতে মানিকগঞ্জ জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা 

কি সুন্দর আবেগের খেলা.. কি নিস্পাপ সেই ভালোবাসা গুলো।

আমার মনে হয়, কোরবানির জন্য যারা তাদের পশু গুলোকে বিক্রি করেন তারাও কোরবানির ভাগীদার হয়ে যায়। এর থেকে বড় কোরবানি আর কি হতে পারে??

আরো পড়ুন:  লালমাটির ক্যাম্পাসে বেগুনি জারুল

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন,কুরবানি হোক মনের হিংসা, বিদ্বেষের! ভালোবাসা ছড়িয়ে পড়ুক। সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

“ঈদ মোবারক”

শারমিন সুলতানা
বিভাগ: চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়
সেশন: ১৮ -১৯

Check out our other content

Check out other tags:

Most Popular Articles