31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

মাতৃকা

এই পৃথিবীর মাঝে আমি
দেখি শুধু তোমার হাসি ।
আমি চাই শুধু তোমার হাসির মাঝে পেতে,
আমার সুখ খানি।
সে সুখের নাম দিলাম
আমি – মাতৃকা।
এই পৃথিবীর মাঝে আমি
একটি কান্তি আঁকি
যে কান্তি খানি মোর
দু’চোখের আলো।
সে চোখের নাম দিলাম
আমি- মাতৃকা।
এই পৃথিবীর মাঝে আমি
পাই বেঁচে থাকার নির্মল নভঃশ্বাস
যে নভঃশ্বাস রাখে মোরে, বাঁচিয়ে পৃথিবীতে।
সে নভঃশ্বাসের নাম দিলাম
আমি – মাতৃকা।
এই পৃথিবীর মাঝে আমি
পাই একটি বিছানা।
যে বিছানায় রেখে মাথা
ভুলে যাই যতো ব্যথা।
সে বিছানার নাম দিলাম
আমি- মাতৃকা।
এই পৃথিবীর মাঝে আমি
করি এই মিনতি,
কখনো যায় না যেনো মুছে
এই নাম খানি –
মাতৃকা মাতৃকা মাতৃকা!
কবি: মোঃ ইকবাল হোসেন 
এল এল বি (অনার্স),  এল এল এম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles