31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বিডিসাইক্লিস্টস বা বাংলাদেশ সাইক্লিস্টস কি? এর উদ্দেশ্য কি এবং কি কি রাইড আছে?

অন্যান্য খবরবিডিসাইক্লিস্টস বা বাংলাদেশ সাইক্লিস্টস কি? এর উদ্দেশ্য কি এবং কি কি রাইড আছে?

বিডিসাইক্লিস্টস বা বাংলাদেশ সাইক্লিস্টস (BDcyclists) হলো ফেসবুক পেইজ ভিত্তিক একটি গ্রুপ। যা প্রথম শুরু হয় মোজাম্মেল হক ও তার কাছের বন্ধুদের হাত ধরেই ২০১১ সালে।  এই গ্রুপ কোনো ব্যবসা কেন্দ্রিক ছিলো বা ব্যবসার উদ্দেশ্যে চালু করা হয়নি, জানায় তারা। আর মোজাম্মেল হক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

আরো পড়ুন:  করোনাভাইরাস প্রভাব: এমনকি বুস্টার গ্রহণের পরেও, এই লোকদের এখনও COVID সম্পর্কে সতর্ক থাকতে হবে

তাদের উদ্দেশ্য কি?

এই গ্রুপের মূল উদ্দেশ্য যেটি জানা যায়, ঢাকা শহরে প্রচুর গাড়ি চলাচল করে, সবসময় জ্যাম লেগেই থাকে। তাই, জ্যাম কমানোর জন্য তারা এই সাইক্লিনিং এর উদ্যোগ নেন। যাতে বেশিরভাগ মানুষ সাইকেল ব্যবহার করে।

আরো পড়ুন:  ২২ বছর পর ধর্ষণের অভিযোগ থেকে খালাস ইউপির এক ব্যক্তি

কি কি রাইড করা হয়ে থাকে? 

বিডিসাইক্লিস্টস প্রতি সপ্তাহে তো থাকেই এবং  বিশেষ দিনকে কেন্দ্র করে প্রতি বছরেই রাইডিং এর আয়োজন করে থাকে।

সাপ্তাহিক রাইডগুলো হলো – বাইক ফ্রাইডে (Bike Friday) ,  জোশিলা স্যাটারডে (Josshila Saturday) সহ বিভিন্ন রাইডস

আরো পড়ুন:  বিশ্বসেরা ১০ ছবির দু’টিই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের

বার্ষিক রাইডগুলো হলো – বিজয় রাইড (Bijoy Ride), স্বাধীনতা রাইড (Sadhinota Ride) , পহেলা বৈশাখ রাইড (Pohela Boishak Ride)  সহ বিভিন্ন রাইড হয়ে থাকে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles