নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাংলাদেশ কারও পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায় না। মঙ্গলবার (২১ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শ্রমজীবী মানুষের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টি-শার্ট বিতরণ করার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের সবার কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই। আপনাদের সবাইকে মেসেজ দিতে চাই আমরা যারা মোটামুটি সচ্ছল, আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যাদের বন্যায় সবকিছু চলে গেছে, আপনারা যাদের সামর্থ্য আছে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই।
তিনি আরও বলেন, পদ্মা সেতু আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিজয়।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, আমরা একটা বড় অর্জনের দিকে যাচ্ছি। এ আনন্দ শুধু আমার না। সাধারণ খেটে খাওয়া মানুষ যেন এ আনন্দ উপভোগ করতে পারে এবং প্রধানমন্ত্রীর অর্জন সম্পর্কে জানতে পারে সেজন্য সাধারণ মানুষের মধ্যে পদ্মা সেতুর ছবি সংবলিত টি শার্ট বিতরণ করছি।