33 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

ডিআইইউতে গবেষণা বিষয়ক সেমিনার

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ডিআইইউতে গবেষণা বিষয়ক সেমিনার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)

‘আইআর ৪.০ ড্রাইভেন লট রিসার্চ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রিনরোড ক্যাম্পাসের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ।
 প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম আলিম আল ইসলাম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডা.শহিদুল কাদির পাটোয়ারী।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড.এ.টি.এম মাহবুবুর রহমান।
উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য দেন ডিআইইউ’র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.আব্দুল বাসেদ ।
উল্লেখ্য, সেমিনারটি ডিআইইউ’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনস্টিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মিলিতভাবে আয়োজন করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles