27.6 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রাইভেট বিশ্ববিদ্যালয়সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি ঘোষণা

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আইন সম্পাদক হয়েছেন মো. সোলায়মান কবির। এছাড়া কমিটিতে উপ-আইন সম্পাদক হয়েছেন ফতে মো. চৌধুরী, মো. নাসির উদ্দীন ইমন এবং নাসরিন আক্তার মুক্তা।

আরো পড়ুন:  গবির 'ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন' ইউজিসির অনুমোদন পেয়েছে

আইন সম্পাদক সোলায়মান কবির বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনয়ের বাসিন্দা এবং সিটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র। পূর্বে তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকাস্থ বরিশাল ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরো পড়ুন:  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্টানে চমক

আইন সম্পাদক মনোনীত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোলায়মান কবির আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন:  ডিআইইউতে ছাত্রলীগকর্মীকে গালি দেয়ায় শিক্ষকের অব্যহতি দাবি

এই ক্যাম্পাস/এএবি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles