32 C
Bangladesh
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

অগ্নিকাণ্ডে দগ্ধদের সেবা দিচ্ছে কুবির স্কাউট দল

পাবলিক বিশ্ববিদ্যালয়অগ্নিকাণ্ডে দগ্ধদের সেবা দিচ্ছে কুবির স্কাউট দল
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিদের রক্তের প্রয়োজন মেটাতে ও অন্যান্য সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট দল।অগ্নিকাণ্ডে দগ্ধদের সেবা দিচ্ছে কুবির স্কাউট দল
গতরাত (সোমবার) রাত তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ছাড়ে স্কাউট দলের চার সদস্য। তারা হলেন সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভার সদস্য মোঃ হাছান ও মোঃ এমরান।
স্কাউট দলের সদস্য সিনিয়র রোভারমেট আব্দুর রহমান বলেন, ‘রোভার স্কাউট এর মূলমন্ত্রই হচ্ছে সেবা। দেশের এই প্রয়োজনের সময় সেবার নিমিত্তে আমরা কুবি রোভার স্কাউট এর টিম এসেছি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। এই পরিস্থিতিতে আমরা এই কাজ করতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।’অগ্নিকাণ্ডে দগ্ধদের সেবা দিচ্ছে কুবির স্কাউট দল
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় অর্ধ শতাধিক নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য কয়েকজন কে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles