28 C
Bangladesh
বুধবার, জুলাই ২৪, ২০২৪

অদম্য মমিন পেল তানভীর-আদনান স্কলারশিপ

পাবলিক বিশ্ববিদ্যালয়অদম্য মমিন পেল তানভীর-আদনান স্কলারশিপ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী উত্তরবঙ্গের অদম্য মেধাবী মমিনুল ইসলাম মমিনকে মেধাবৃত্তি দিয়েছে তানভীর-আদনান ফাউন্ডেশন। অদম্য মমিন পেল তানভীর-আদনান স্কলারশিপ 
বৃহস্পতিবার(২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মমিনের হাতে এই বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ড. আনিসুজ্জামান রিমন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল হোসাইন সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসের, বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম ইবনে মাহবুবসহ অন্যরা। অদম্য মমিন পেল তানভীর-আদনান স্কলারশিপ 
বৃত্তি পেয়ে তানভীর-আদনান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেধাবী মমিনুল। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর মুরাদ বলেন, নোবিপ্রবির মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সবসময়। অদম্য মমিন পেল তানভীর-আদনান স্কলারশিপ 
উল্লেখ্য, তানভীর ও আদনান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী তরুণ উদ্যোক্তা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles