ইবিতে সেরা সংগঠন পুরষ্কার পেলো সিওয়াইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ – ” ঐক্যমঞ্চ ” কর্তৃক আয়োজিত মুজিব বর্ষ ‘বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল’-2022 এ কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সি ওয়াই বি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অংশগ্রহণ করে গত ২৯-৩১ মার্চ পর্যন্ত।উক্ত বই মেলা ও ক্লাব ফেস্টিভ্যালে “কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ” (সি ওয়াই বি) ইবি শাখাকে ২য় “সেরা সংগঠন” এর পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান স্যার ।
স্যারের সাথে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এএনএইচ গ্রুপের সিইও মোকাদ্দাস হানিফ টলিন । এই বইমেলা এবং ক্লাব ফেস্টিভ্যালে ২৫টির মতো স্টল ছিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় এর সকল ক্লাবগুলো এতে অংশগ্রহণ করেছে। এবারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেরা সংগঠন এর স্বারক অর্জন করেছে “সি ওয়াই বি”। এই অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করেন এই সংগঠনের আহবায়ক আখতার হোসেন আজাদ এবং সদস্য সচিব নুরুল্লাহ মেহেদী।