24.5 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন

পাবলিক বিশ্ববিদ্যালয়ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মৃত্যু পরবর্তীতে তাদের স্ত্রী সন্তানের চাকুরি স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত কোন কর্মকর্তা ও কর্মচারী মৃত্যুবরণ করলে নিয়োগপ্রাপ্ত স্ত্রী বা সন্তানের চাকুরি পরবর্তী ৯০ দিনের মধ্যেই স্থায়ীকরণের নীতিমালা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন
তারা আক্ষেপের সুর তুলে বলেন, বারবার প্রশাসনের কাছে গেলেও তারা শুধু আশ্বাস প্রদান করে যাচ্ছে। বিগত প্রশাসনের মতোই বর্তমান প্রশাসনও আমাদের ব্যাপারে উদাসীন। তাই যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন ছাড়া আমাদের অন্য কোন পথ নেই।
ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন
এছাড়াও অতিসত্বর চাকুরি স্থায়ী করণের বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নিলে কর্মবিরতি পালন করার পাশাপাশি আমরণ অনশন করার কথাও জানিয়েছেন তারা ।
ইবিতে স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles