32 C
Bangladesh
বুধবার, জুলাই ২৪, ২০২৪

উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ

পাবলিক বিশ্ববিদ্যালয়উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ

উত্তরপত্রে ‘স্যার, আজকে আমার মন ভাল নাই’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।প্রক্টর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানভীর মাহতাবকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ
এর আগে গত রোববার তাকে ডেকে পাঠায় বিভাগীয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থী সেদিনই ভুল স্বীকার করে মার্জনা পেতে তার বিভাগের কাছে আবেদন করেন। তারপর তার লিখিত বক্তব্য প্রক্টর অফিসে পাঠানো হয়।উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ
এ ব্যাপারে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, তাকে বিভাগ থেকে ডাকানো হয়েছিলো। তার কাছ থেকে লিখিত নিয়ে প্রক্টর অফিসে জমা দেয়া হইছে। বিভাগ তো আর শাস্তি দিতে পারে না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন (শৃঙ্খলা কমিটির মিটিংয়ে) ব্যবস্থা নেয়া হবে।উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ
উল্লেখ, তানভীর মাহতাব নামের এই শিক্ষার্থী পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার, আজকে আমার মন ভালো নেই’ লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন। বিষয়টি নিয়ে হাসিঠাট্টা তামাশার পাত্রে পরিণত হয়েছেন তিনি। মিডটার্ম পরীক্ষা শেষে অতিরিক্ত একটি উত্তরপত্র সঙ্গে নিয়ে আসেন তানভীর মাহতাব। বুধবার রাতে সেই উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি সব জায়গায় ভাইরাল হয়ে যায়। পরে তিনি পোস্টটি ডিলিট করলেও এ নিয়ে চলছে হাসি-তামাশা।উত্তরপত্রে ‘স্যার, মন ভালো নেই’ লিখা সেই ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে টাইমলাইনে ফানি পোস্ট দেয় তানভীর। উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষরটাও তার দেয়া ছিলো বলে তিনি জানিয়েছেন। বুঝতে পারেনি বিষয়টি এভাবে ভাইরাল হয়ে যাবে। পরে বেকায়দা বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles