33.8 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

এপিএ মূল্যায়নে চমক দেখালো নজরুল বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়এপিএ মূল্যায়নে চমক দেখালো নজরুল বিশ্ববিদ্যালয়
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে  ১৫ ধাপ এগিয়ে ১৪ তম অবস্থানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, ১০০ নম্বরের মধ্যে ৮৪.১৭ নম্বর পেয়ে গত অর্থ বছরের চেয়ে ১৫ ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে ২০২১-২২ অর্থবছরে ৫৯.০৩ নম্বর পেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিলো ২৯। তারও আগে ২০২০-২১ অর্থবছরে ৩ এর নিচে নম্বর পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তলানিতে অবস্থান ছিল নজরুল বিশ্ববিদ্যালয়ের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এপিএতে উন্নতি আমাদের প্রশাসন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য ছিল প্রথম দশের মধ্যে জায়গা করে নেওয়া। সে প্রত্যাশা অনেকটা পূরণ হলেও আমাদের লক্ষ্য অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এবছর এপিএ মূল্যায়নে ৬ ক্যাটাগরির মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহে ৭০ এর মধ্যে ৬৫.৩৩ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ৮, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ৩, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪ এর মধ্যে ২.৮৮, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এর মধ্যে ১.৯৬ এবং তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ এর মধ্যে ৩ নম্বর পেয়ে মোট ১০০ নম্বরের মধ্যে ৮৪.১৭ নম্বর অর্জন করে নজরুল বিশ্ববিদ্যালয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles