27 C
Bangladesh
শনিবার, এপ্রিল ১৩, ২০২৪

কুবিতে আইকিউএসির নয়া অতিরিক্ত পরিচালক গোলাম মর্তুজাদ

পাবলিক বিশ্ববিদ্যালয়কুবিতে আইকিউএসির নয়া অতিরিক্ত পরিচালক গোলাম মর্তুজাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার। কুবিতে আইকিউএসির নয়া অতিরিক্ত পরিচালক গোলাম মর্তুজাদ
রোববার (৭ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। কুবিতে আইকিউএসির নয়া অতিরিক্ত পরিচালক গোলাম মর্তুজাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক হিসেবে আগামী  ৮ই আগস্ট ২০২২  তারিখ থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। কুবিতে আইকিউএসির নয়া অতিরিক্ত পরিচালক গোলাম মর্তুজাদ
প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ জানুয়ারী আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস কে।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্গোনোগ্রামে আইকিউএসি’র পরিচালক এবং অতিরিক্ত পরিচালককে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ব্যতীত প্রশাসনিক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করতে পারবে না, এমন নির্দেশনা থাকলেও ড. বনানী বিশ্বাস  ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles