কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্টস এন্ড হেরিটেজ সোসাইটির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। কুবিতে আর্টস এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি
বুধবার (২৯ জুন) বিভাগটির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের ভোটে প্রার্থীরা নির্বাচিত হন। এতে সহ-সভাপতি হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৬-১৭ সেশনের মো. রাজিব খান।কুবিতে আর্টস এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঐশী বিনতে মোরশেদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, কোষাধ্যক্ষ ওয়াসিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহিনুল ইসলাম গালিব।কুবিতে আর্টস এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, আব্দুল্লাহ আল কাউসার, মো. সুমন হোসেন, ইসমাইল হোসেন দিদার, মো. ওমর ফারুক ও মোফাজ্জল হোসেন মুজাহিদ।কুবিতে আর্টস এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি
বিভাগটির প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার মো. সাদেকুজ্জামান বলেন, এই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিভাগের সহ-শিক্ষামূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে পাশাপাশি শিক্ষার্থীরা বিভাগের সাথে আরও বেশি সম্পৃক্ত হতে পারবে। সবমিলিয়ে বিভাগে একটা গতিশীলতা আসবে বলে মনে করি।