কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাদন করা হয় ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে কেক কাটাসহ প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন চিত্র প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এফ আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের একাংশ এর সভাপতি প্রক্টর ( ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো.জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বঙ্গবন্ধু পরিষদের একাংশের সদস্যবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী প্রমুখ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ আবদুল মঈন বলেন, বাংলাদেশে এমন একটা পর্যায়ে আসার পেছনে ওনার অবদান অপরিসীম। তাই আমরা ওনার নেতৃত্বে দীর্ঘদিন প্রত্যাশা করি। এছাড়াও তিনি প্রধান মন্ত্রীর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন।