27.1 C
Bangladesh
রবিবার, নভেম্বর ৩, ২০২৪

কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন

পাবলিক বিশ্ববিদ্যালয়কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন ‘থিয়েটার’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী মোহন চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রিয়াজ উদ্দিন রাকিব ও সাফায়িত মুমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান রহিম ও  রওনাক জাহান নীলা, সাংগঠনিক সম্পাদক গুলশান পারভীন সুইটি, সহসাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন তপু, প্রচার সম্পাদক মো. ফজলে রাব্বী, অর্থ সম্পাদক দীপ চৌধুরী দীপ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহ সামিন সাদি, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক মোস্তফা কামাল ইমরুজ, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক সাইদুল আলম, প্রপ্স ও কস্টিউম সম্পাদক বৃন্তি পালিত, শব্দ ও সংগীত আয়োজন সম্পাদক ওয়াহিদ জামান।কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন
এছাড়া কার্যনির্বাহী সদস্য তারিন সুমাইয়া, উম্মে মারিয়া রিয়া, মো. নাঈম, কাজী ফাইজা মেহজাবিন ও  ইমদাদুল হক মিরন।কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন
এর আগে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি অর্ক গোস্বামীর সভাপতি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, সাবেক সভাপতি নাজমুল ফাহাদসহ থিয়েটারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কুবির থিয়েটারে নতুন নেতৃত্বে ইশতিয়াক ও মোহন
সংক্ষিপ্ত বক্তব্যে থিয়েটার কুবির সবাই নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচিত সভাপতি ইসতিয়াক আহমেদ

Check out our other content

Check out other tags:

Most Popular Articles