32 C
Bangladesh
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

কুবি বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পাবলিক বিশ্ববিদ্যালয়কুবি বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২২ পালিত হয়েছে। কুবি বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 
আজ মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক সংলগ্ন রাস্তার দুপাশে উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ লাল সোনাইল গাছের ২০ টি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।কুবি বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 
এসময় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে  উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, প্লাটুন কমান্ডার ও বিএনসিসির সেকেন্ড ল্যাফটেন্যান্ট প্রফেসর ড. মো.শামিমুল ইসলাম, প্লাটুন কমান্ডার মোসা: শামসুন্নাহার, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা. হাবিবুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী, বিএনসিসির সদস্যবৃন্দ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles