কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের (কুসান) ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) নগরীর একটি রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল ও নবীন বরণ আয়োজন করা হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলার চেয়ারম্যান সামছুদ্দিন কালু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে নবীনদের বরণ করার পাশাপাশি সংগঠনের সাবেক নেতৃবৃন্দের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।