29.5 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফয়জুন্নেসা হল ছাত্রলীগের নতুন কমিটি

পাবলিক বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফয়জুন্নেসা হল ছাত্রলীগের নতুন কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান জেরিন এবং সাধারণ সম্পাদক অপর্ণা দেবী।
রবিবার (০৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- কনক হাসান , মার্জিয়া সুলতানা , জিনাত সুলতানা ইভা, চৈতি রাণী বৈদ্য, সিসিল জামান, সিসিলি জামান, শেফা চৌধুরী। যুগ্ম সম্পাদক হয়েছেন- বিলকিস জান্নাত, কাজী ফাইজা মেহজাবিন, চৈতী চাকমা, আতেফা লিয়া এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাফিয়া সাদিয়া ভাবনা, তাওহীদা সোনালী, আনিকা বুশরা।
উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles