বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫৭৪ জন। ইতিমধ্যেই ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ক, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বরিশালে মোট দুইটি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে। যার একটি কেন্দ্র হল বরিশাল বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় কেন্দ্রটি হল বরিশাল সরকারি মহিলা কলেজ। ক, খ ও গ ইউনিটে মোট ৮,৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন। এর মধ্যে ক (বিজ্ঞান) ইউনিটে দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪,২৭৩ জন(ববি কেন্দ্রে ৩,৪২৪জন ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৮৪৯ জন)। খ (মানবিক) ইউনিটে শুধু মাত্র ববি কেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। খ ইউনিটে ববি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,৪২৪ জন। এবং গ (বাণিজ্য) ইউনিটে ববি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭৭জন।
ক, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০জুলাই, ১৩আগস্ট ও ২০আগস্ট। প্রতিটি ইউনিটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২.০০ টা এবং শেষ হবে ০১.০০ টায়।