34 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

গ্রেনেড হামলার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবির ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয়গ্রেনেড হামলার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবির ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।
গ্রেনেড হামলার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবির ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
রবিবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে    প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।গ্রেনেড হামলার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবির ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মসূচিতে বক্তারা বলেন বলেন,২১ আগস্ট কলঙ্কিত গ্রেনেড হামলাকারীদের বিচারকার্য দ্রুত কার্যকর করে আসামীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আবারও কলঙ্কিত গ্রেনেড হামলার মত অসংখ্য ঘটনার পুনরাবৃত্তির ঘটতে পারে।  গ্রেনেড হামলার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবির ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
এ বিষয়ে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মি মুত্তাকীন ইমন বলেন, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরোধী দলকে এভাবে নিশ্চহ্ন করে দেবার নারকীয় নৃসংশ ঘটনা ২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে ঘটেছিল। সরকারি মদদে এমন নৃশংস ঘটনা পৃথিবীর ইতিহাসের একাটি কালো অধ্যায়। বিএনপি’র মদদে জঙ্গিদের দ্বারা আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার মিশনে যে জঙ্গিগোষ্ঠী ছিল তাদের স্লোগান ছিল-” আমরা সবাই আফগান,বাংলা হবে তালেবান”। অর্থাৎ তাদের ইচ্ছা ছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিয়ে মাতৃভূমি বাংলাদেশকে আফগানিস্তানের মত জঙ্গি দেশে পরিণত করা। আওয়ামী লীগের নিহত সকল স্তরের নেতাকর্মীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সেদিনের হামলায় আহতদের প্রতি রইলো সমবেদনা এবং আমি একজন ছাত্রলীগ কর্মী হিসেবে হামলাকারীদের দ্রুত বিচারের জোর দাবি জানাই।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles