খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে শিক্ষামেলা ও নবীনবরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে৷
ঈদের পরের দিন বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী বিভিন্ন সেশনে বিভিন্ন রকম ইভেন্টের আয়োজন করা হয়৷ ডুমুরিয়া কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জুমের ম্যাধ্যমে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলার কৃতি সন্তান ড.এসকে ইউনুস আলী (আমেরিকা)৷এবং আজিজুর রহমান আল আজাদ (হংকং)৷শিক্ষামেলা ও নবীনবরণ অনুষ্ঠানে ২০১৯-২০, ২০-২১ ও ২১-২২ সেশনে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১৭০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় তাদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার কৃতিসন্তানগণ। অনুষ্ঠানে গুণীজনেরা বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়ে হতে হবে সার্বজনীন। আগামীর দেশ ও জাতি গঠনে ডুমুরিয়া ও ফুলতলার মেধাবী শিক্ষার্থী অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে ডুমুরিয়া উপাজিলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমিতির সভাপতি লাভলু গাজী বলেন, করোনার দীর্ঘ দুই বছর গৃহবন্দী এক বন্দী অবস্থা থেকে আমরা সকলে আবার স্বাভাবিক জীবনে ফিরেছি এবং দীর্ঘ প্রতিক্ষার পর সকলে আবার একত্রিত হতে পরেছি,সকলের সম্মিলিত প্রচেষ্টাই সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিতে পেরিছি৷বিগত দিনেও আমাদের কার্যক্রম চলেছে৷আশা রাখি ভবিষ্যৎে ডুমুরিয়া ফুলতলা উপজেলার পাবলিকিয়ান শিক্ষার্থীদের সার্বিক কল্যানে কাজ করে যাবে আমাদের এই সংগঠন৷
উল্লেখ্য,ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা থেকে ২০২১-২২ সেশনে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম, ৩য় ও দশমসহ ১৭জন শিক্ষার্থী চান্স পেয়েছেন।