29 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪

ছিনতাইয়ের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী

পাবলিক বিশ্ববিদ্যালয়ছিনতাইয়ের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েছে। শনিবার (৬আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা হলের পিছনে খালপাড় রোড নামক স্থানে এ ছিনতাইয়ের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল।ছিনতাইয়ের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
ভুক্তভোগী ইসমাইল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসে। ভাই আমার পরিচিত। তাকে নিয়ে ঘুরতে যায় বিভিন্ন স্থানে। রাত ১০টার দিকে আমরা খালপাড়ে গেলে সেখানে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি ঘিরে ধরে এবং কাছে যা ছিলো দিতে বলে। আমরা দিতে না চাইলে পেটে ছুরি ধরে। তখন আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। মোবাইল ফোনসহ সাথে নগদ ৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। তবে ফোনের সিমে আরো ৫ হাজার টাকা নগদ একাউন্টে ছিলো।
ছিনতাইয়ের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
সাথে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, আমি এসেছিলাম বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। পরে ফ্রেস হয়ে ছোটো ভাইকে নিয়ে ঘুরতে যায়। বিভিন্ন জায়গায় ঘুরার পরে আমরা খালপাড় রোডে গেলে আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়।তাদের মুখে মাস্ক পড়া ছিলো। আমাদের বাড়ির কথা জিজ্ঞাসা করেছিলো।বরিশালের বাইরে বরগুনা বাসার কথা বলা মাত্রই আমাদের পেটে ছুরি ধরে সবকিছু নিয়ে যায়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles