31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

জবিতে রেঞ্জার ইউনিটের দীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত, দীক্ষা নিলেন জবির রেঞ্জাররা

পাবলিক বিশ্ববিদ্যালয়জবিতে রেঞ্জার ইউনিটের দীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত, দীক্ষা নিলেন জবির রেঞ্জাররা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রেঞ্জার ইউনিটের দীক্ষা গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৬০ জন রেঞ্জার সদস্য দীক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেঞ্জা ইউনিটের গাইড অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রাজধানী ইউনিটের আঞ্চলিক কমিশনার রওশন আলম। এছাড়াও বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোশিয়েসনের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এদিন দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে ৬০ জন রেঞ্জার সদস্য দীক্ষা গ্রহণ করেন। প্রথমে রেঞ্জার সদস্যদের পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা গ্রহণ শেষে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে রেঞ্জার সদস্যদের ব্যাচ পরিয়ে দেয়া হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles