35 C
Bangladesh
সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

জবির ছাত্রী হলে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ 

পাবলিক বিশ্ববিদ্যালয়জবির ছাত্রী হলে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ 
জবি প্রতিনিধি :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের অগ্নি নির্বাপক প্রশিক্ষণ প্রদান করা হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এ মহড়ার আয়োজন করেন জবি প্রশাসন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ১১ টায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে হলের অডিটোরিয়ামে মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা জোন-১ এর কমান্ডার মো: বজলুল রশিদের নেতৃত্বে হলের শিক্ষার্থীদের সরাসরি, ভার্চুয়ালি এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ১৩ তলার একটি রান্নাঘরের চুলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন ক্ষয়ক্ষতি নাহ হলেও শিক্ষার্থীদের মাঝে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles