আজ শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
এবার ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
হল পরিদর্শন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাদেকুল আরেফিন বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সমন্বয়ে সাধ্যমত সহযোগিতা করছি। আমরা গতবারের অভিজ্ঞতায় দেখেছি, আমরা প্রতিটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এবারেও আশা করছি আমরা প্রতিটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।