27.6 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতুঃ প্রফেসর ড. আইনুন নিশাত

পাবলিক বিশ্ববিদ্যালয়দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতুঃ প্রফেসর ড. আইনুন নিশাত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “পদ্মা সেতু এবং এর অর্থ-সামাজিক প্রভাব” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স।দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতুঃ প্রফেসর ড. আইনুন নিশাত

রবিবার (১৯ জুন) সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত এ আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত।দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতুঃ প্রফেসর ড. আইনুন নিশাত

তিনি পদ্মা সেতুর নির্মাণ প্রতিমার সাথে শুরু থেকে যুক্ত থাকায় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পদ্মা সেতুর নির্মান পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. আইনুন নিশাত বলেন, পদ্মা সেতু দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দক্ষিনাঞ্চল হবে শিল্পসমৃদ্ধ নগরী। যা দেশের অর্থনীতিতে বিস্তর প্রভাব ফেলবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে অর্থনীতিতে ঘুরে দাড়াবে বরিশালসহ সমগ্র দক্ষিনাঞ্চল।দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতুঃ প্রফেসর ড. আইনুন নিশাত

আরো পড়ুন:  ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ইবি শাখার নেতৃত্বে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ কনফারেন্সে মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিন এশীয় গবেষণা কেন্দ্রের খ্যাতনামা অধ্যাপক ড. সঞ্চয় কে, অবস্থান। সভাপতির বক্তেব্যে প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, পদ্মা সেতুর প্রভাবে দক্ষিনাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। যা এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নতির দিকে ধাবিত করাবে। আগামীতে দক্ষিণাঞ্চলে বরিশাল হবে অন্যতম বানিজ্যিক ও শিল্প নগরী। এসময় তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।দক্ষিনাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতুঃ প্রফেসর ড. আইনুন নিশাত

আরো পড়ুন:  রাবি’র সম্মেলনে প্রবন্ধ উপস্হাপনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার নন্দী। দিনব্যাপী আয়োজিত এ কনফারেন্সে পদ্মা সেতুর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক নিয়ে ২৩টি গবেষনা প্রবন্ধ উপস্থাপিত হয়। আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ-বিদেশের বরেণ্য অধ্যাপক, গবেষক, সাংবাদিক, কলামিষ্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles