28.1 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার

পাবলিক বিশ্ববিদ্যালয়দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
বুধবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আইকিউএসি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
 বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ টিম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা:
অপরদিকে সকাল ১০টায় একই স্থানে ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
 কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, অর্থ ও হিসাব বিভাগের বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক ড. মোঃ মিজানুর রহমান বক্তৃতা করেন।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
 উক্ত সেমিনার ও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles