বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
বুধবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আইকিউএসি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ টিম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা:
অপরদিকে সকাল ১০টায় একই স্থানে ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, অর্থ ও হিসাব বিভাগের বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক ড. মোঃ মিজানুর রহমান বক্তৃতা করেন।
দুর্নীতি প্রতিরোধে বেরোবিতে সেমিনার
উক্ত সেমিনার ও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।