বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ২টায়
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুইদিন পর ২৭ তারিখ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভার তারিখ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে কর্মীসভার পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের নজরুল বিশ্ববিদ্যালয় শাখায় ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।