জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রোগ্রামিং কনটেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সফটওয়্যার ল্যাব কক্ষে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান,বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান,কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো সুজন আলী ও শিক্ষক-শিক্ষার্থীরা।
সবার জন্য শুভকামনা জানিয়ে ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান বলেন ‘ প্রতিযোগিতা শিক্ষার্থীদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এধেরনের আরও আয়োজন হোক তোমাদের,তোমরও সফল হবে।’
উপাচার্য সৌমিত্র শেখর তার বক্তব্যে বলেন, ‘যেখানে কম্পিটিশন কম,সেখানে সম্ভাবনাও কম,খুব কম লোকেই এই কম্পিটিশনের সুযোগ পায়,কিন্তু তোমরা সেই সুযোগটা পেয়েছো।তোমরা নিজেদের নিঃস্ব ভাববে না,আইসোলেটেড ভাববে না, আইসোলেটেড এর মাধ্যমেই তোমরা কম্পিটিশনের চুড়ান্ত পর্যায়ে উপনীত হবে,বিজয়ী হবে। প্রত্যেকেই কোন না কোন স্টেশনে আছে,তোমরাও একটা স্টেশনে আছো,এখানে তোমরা কোথায় আছো সেটার প্রতিযোগিতা হবে না,প্রতিযোগিতা হবে কী করছো সেই কাজের।তোমাদের কাজের প্রতিযোগিতাই তোমাদের এগিয়ে নিয়ে যাবে,এগিয়ে রাখবে’