29.1 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয়নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে আয়োজিত আইন বিষয়ক লেকচার সিরিজ “Distinguished Law Lecture Series এর প্রথম পর্ব Lecture on Access to justice and Legal Aid in Bangladesh : Challenges and Prospect” অনুষ্ঠিত হয়েছে।নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ” এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। তার বক্তব্যে তিনি ন্যায়বিচার ও আইনগত সহায়তার পথ সুগম করার লক্ষ্যে গবেষণার মাধ্যমে নতুন আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন।
তিনি আরো বলেন দেশের নানা রাজনৈতিক জটিলতা এবং ক্রান্তিলগ্নেও আইনগত সহায়তার কাজ অব্যাহত ছিলো। আইনজীবীরা নিজ উদ্যোগে কাজ করে গেছেন।নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক উক্ত সম্মেলনে আইন ও বিচার বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ এবং ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন।  তিনি বলেন,  “ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল নাগরিকের আইনের  কাছে পৌঁছানো এবং আইনগত সহায়তার প্রয়োজন। “নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
তিনি আরও বলেন, “বিচার বিভাগ এখন হাজারো মামলার ভারে ভারাক্রান্ত, ফলে মামলার খরচ ও সময় বেশি লাগছে । তাই আইনগত সহায়তার পথ আরো প্রশস্ত করতে হবে। “নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রওশন আরা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির। আইনগত সহায়তা ও ন্যায়বিচার বিষয়ক উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগটির বিভাগীয় প্রধান মোঃ আহসান কবির। নজরুল বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও আইনগত সহায়তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
সবশেষে অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles