জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে যাত্রা শুরু করলো মুট কোর্ট সোসাইটি।নজরুল বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু
চেম্বারস্ ডিকশনারি অনুসারে মুট হলো কোন বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া বা কোন কিছু প্রাকটিস করার প্রস্তাব দেয়া । আবার অক্সফোর্ড ডিকশনারি অনুসারে মুট হলো চর্চার খাতিরে কাল্পনিক মামলার বা কেসের উপর আলোচনার সমাবেশ । মূলত মুট কোর্ট বা মুটিং হচ্ছে একটি কাল্পনিক কেসে আইনের ছাত্রদের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করা । এটি হয়ে থাকে একটি কাল্পনিক কোর্ট যেখানে বিজ্ঞ জজের আসনে বসেন বিচারক গন ।নজরুল বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু
সোমবার (৮ আগস্ট) আইন অনুষদের ডীন এবং উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর কে প্রধান উপদেষ্টা, আইন ও বিচার বিভাগের প্রধান মো: আহসান কবির কে কনভেনর, সহকারী অধ্যাপক কাজী ইকরামুল হক কে মডারেটর এবং প্রভাষক মো মনির আলম কে কো-মমডারেটর করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নজরুল বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু
এছাড়াও অ্যালামনাই উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী দিদারুল আলম ফুয়াদ এবং তানিয়া আকতার।নজরুল বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু
উক্ত সোসাইটির ২০২২-২৩ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মো তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান লিমন।