হস্তান্তর আগেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের বর্ধিতাংশের সরঞ্জামাদির চুরির ঘটনা ঘটেছে। যার জন্যে নিরাপত্তাহীনতা এবং হল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ি করছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা শঙ্কায় কুবির বঙ্গবন্ধু হল, হস্তান্তরের আগেই চুরি
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ম তলা বিশিষ্ট বঙ্গবন্ধু হলের ১ম তলা থেকে ৫ম তলা পর্যন্ত মোট ২১টি বেসিনের পানির কল চুরি হয়েছে এবং বিচ্ছিন্নভাবে পরে আছে বেসিনের সংযোগস্থল । এছাড়াও নব নির্মিত হলটির জন্য বরাদ্দকৃত লোহার সীটগুলো রোদে ও বৃষ্টিতে ভিজে একদিকে যেমন নষ্ট হচ্ছে তেমনি অন্যদিকে রয়েগেছে চুরির শঙ্কা।
নিরাপত্তা শঙ্কায় কুবির বঙ্গবন্ধু হল, হস্তান্তরের আগেই চুরি
১৪তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল হালিম বলে, বর্ধিত অংশে যে সকল সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা পুরাতন ব্লকের তুলনায় অনেক নিম্ন মানের। গুনগত মানের দিক নজর না দেওয়ায় অতি অল্প সময়ের মধ্যে অনেকগুলো লাইট, টেবির, সাওয়ার এবং ওয়াসরুমের দরজা নষ্ট হয়ে পরে আছে। সরঞ্জামগুলো বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি সম্পদ অতি অল্পসময়ের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তা হলে এর দায়ভার কে নিবে?নিরাপত্তা শঙ্কায় কুবির বঙ্গবন্ধু হল, হস্তান্তরের আগেই চুরি
হলের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে হলটির আবাসিক শিক্ষার্থী খাইরুল বাশার সাকিব বলেন, নিরাপত্তা কর্মী না থাকায় বহিরাগত অনায়সে প্রবেশ করছে যা শিক্ষার্থীদের লেপটপ, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার আশঙ্কা রয়েছে তেমনি শিক্ষার্থীদের জীবনের ঝুকিও রয়েছে। হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া উচিত তা হলে যে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা স্মারকলিপি প্রধান করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো দৃশ্যমান ফলাফল পাওয়া যায়নি। নিরাপত্তা শঙ্কায় কুবির বঙ্গবন্ধু হল, হস্তান্তরের আগেই চুরি
হলের এমন পরিস্থিতির বিষয় জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ
ড.মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, হলের নিরাপত্তা কর্মী চেয়ে প্রশাসন বরাবর লিখিত দেওয়া হয়েছে। আশা করি হলের সমস্যাগুলো অতি দ্রুত সমাধান হবে।নিরাপত্তা শঙ্কায় কুবির বঙ্গবন্ধু হল, হস্তান্তরের আগেই চুরি
চুরির বিষয় জানতে চাইলে তিনি আর ও বলেন, হস্তান্তরের পূর্বে কোনো সরঞ্জামাদি চুরি হলে সেটার দায় ভার আমাদের না। হস্তান্তর করার সময় আমরা সরঞ্জামাদি ঠিকঠাক বুঝে নিব।নিরাপত্তা শঙ্কায় কুবির বঙ্গবন্ধু হল, হস্তান্তরের আগেই চুরি
বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, হলের এই সমস্যা নিয়ে আমি হলের প্রভোস্টের সাথে আলাপ করব। এ বিষয় আমার জানা নেই তাই কোনো মন্তব্য করতে পারছি না।