32 C
Bangladesh
বুধবার, জুলাই ২৪, ২০২৪

নিরাপদ ক্যাম্পাস ও অপরাধীদের শাস্তির দাবিতে চবিতে মানববন্ধন

পাবলিক বিশ্ববিদ্যালয়নিরাপদ ক্যাম্পাস ও অপরাধীদের শাস্তির দাবিতে চবিতে মানববন্ধন
নিরাপদ ক্যাম্পাস ও ছাত্রী হেনস্তার বিচার দাবিতে মানববন্ধন  করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।নিরাপদ ক্যাম্পাস ও অপরাধীদের শাস্তির দাবিতে চবিতে মানববন্ধন
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। পরে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।নিরাপদ ক্যাম্পাস ও অপরাধীদের শাস্তির দাবিতে চবিতে মানববন্ধন
আন্দোলনরত শিক্ষার্থী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু দিন যাবৎ পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোনো সঠিক বিচার করছে না। বিপরীতে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নয়। আমরা এই ২১ শ একর ক্যাম্পাসে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। সেই সঙ্গে ছাত্রী হেনস্তার তদন্তপূর্বক সঠিক বিচার চাই।নিরাপদ ক্যাম্পাস ও অপরাধীদের শাস্তির দাবিতে চবিতে মানববন্ধন
উল্লেখ্য, বুধবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে চার দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এ সময় চার দফা দাবি মেনে নেওয়ার শর্তে আন্দোলন থেকে সরে আসেন ছাত্রীরা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles