24.9 C
Bangladesh
রবিবার, অক্টোবর ৬, ২০২৪

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২-এর উদ্বোধন

পাবলিক বিশ্ববিদ্যালয়নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২-এর উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রতিবারের মতো এবারও তিন দিনব্যাপী ‘নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২২’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নোবিপ্রবি মডেল ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করেছে। আজ বৃস্পতিবার (২০ অক্টোবর ২০২২) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২-এর উদ্বোধন
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড ন্যাশন্স ইনফরমেশন সেন্টারের সাবেক প্রধান মো: মনিরুজ্জামান, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নাজমুস সাকিব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি মো: জসীম উদ্দিন।নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২-এর উদ্বোধন
প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘নেবিপ্রবিতে ধারাবাহিকভাবে ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে, এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমি সুন্দর এই আয়োজনের সর্বাঙ্গিণ সাফল্য কামনা করি এবং একই সঙ্গে আয়োজকদের ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২-এর উদ্বোধন
প্রসঙ্গত, এবার ২০-২২ অক্টোবর নোবিপ্রবি ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সারাদেশের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লমেটরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশন্স ইন বাংলাদেশ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles