আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসে ১০০টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে ১০০টি ফলজ, বনজ এবং ঔষুধী গাছ রোপণ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করেছে। ছাত্রলীগ সর্বদা পরিবেশ রক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, শহিদ ধীরেন্দ্রনাথ নাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হল শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।